চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফুদ্দীনের বাসা থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
সোমবার (৩১ জুলাই) রাতে নগরীর পশ্চিম বাকলিয়ার হাফেজ নগর এলাকার হাজী গোফরান উদ্দিন মুন্সীর বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফুদ্দীন বাসাটি ভাড়া নিয়ে ইয়াবার কারবার করতেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে উদ্ধার করা ইয়াবার পরিমাণ কমপক্ষে ১৫ হাজার পিস।
তবে সাইফুদ্দীনকে এখনও আটক করা হয়নি। অভিযান চলছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজকের বাজার/একেএ