চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল ছবি

আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল পৌনে ১১টায় হেলিকপ্টারে করে তিনি চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে পৌঁছান।

জানা গেছে, এই সফরে প্রধানমন্ত্রী নেভাল একাডেমিতে নবনির্মিত বঙ্গবন্ধু কমপ্লেক্স ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আবক্ষ প্রতিকৃতিসহ মোট ৪২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চট্টগ্রামের পটিয়া যাবেন।

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। তাকে স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় আওয়ামী লীগ।

এস/