চট্টগ্রামে প্রকাশককে হত্যার হুমকি দেওয়ায় আইনজীবি গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রামে বলাকা প্রকাশনের সত্ত্বাধিকারী জামাল উদ্দিনকে হত্যার হুমকি দেওয়ায় টিপু শীল (৩৪) নামের এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুন) জামাল উদ্দিন জেলার কোতোয়ালী থানায় এক সাধারণ ডায়েরি করার কিছু সময় পরই টিপুকে গ্রেফতার করা হয়েছে।

টিপু বোয়ালখালী বোয়ালখালী উপজেলার খিতাপচরের বাসিন্দা। তিনি চট্টগ্রাম আদালতের আইনজীবী। চট্টগ্রাম আইন কলেজে পড়ার সময় তিনি ছাত্রলীগ করতেন।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, জামাল উদ্দিন থানায় সাধারণ ডায়েরি করার পরপরই পুলিশ তদন্তে নামে। রাতেই কালামিয়া বাজার এলাকা থেকে টিপুকে গ্রেপ্তার করা হয়।

জামাল উদ্দিনকে হত্যার হুমকি দেওয়া বিষয়টি স্বীকার করে টিপু জানিয়েছে, “পূর্ব বিরোধের জেরে তাকে হুমিকে দিয়েছে।”

আজকের বাজার/এমএইচ