চট্টগ্রামের লোহাগাড়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। লোহাগাড়া থানার ওসি মো. শাজাহান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে বড় হাতিয়ার ফরিদারঘোনায় দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. শাজাহান বলেন, জায়গাটি বেশ দুর্গম অঞ্চল বলে পরিচিত। ঘটনাস্থলে ওসি তদন্ত মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশ রয়েছে। এতে কোনো হতাহতের খবর আমরা পাইনি। বিমান বাহিনীকে এই ঘটনা সম্পর্কে অবগত করা হয়েছে। তাদের একটি টিম ঘটনা স্থলে আসছে।
সাতকানিয়া সার্কেলের এএসপি হাসানুজ্জামান মোল্লা অর্থসূচককে বলেন, বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। তবে বিমানে থাকা প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করেছেন।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১১ জুলাই ২০১৭