প্রাইম ব্যাংকের উদ্যোগে সম্প্রতি চট্টগ্রামের হল ২৪-এ আলোচনা সভা ও ইফতার মাহফিল-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের পরিচালক মো: নাদের খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম-এর ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আল-আজাহারি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বনামখ্যাত ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।