চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দুধকুমড়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. নাসির ওরফে মামুন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১১ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, ভোরে দুধকুমড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিতে মো. নাসির ওরফে মামুন নিহত হন। তিনি আনোয়ারা উপজেলার বারাসাত ইউনিয়নের বোয়ালিয়ার বাসিন্দা।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দেশে তৈরি দুটি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নাসিরের বিরুদ্ধে আনোয়ারা থানাসহ চট্টগ্রাম নগরী ও কক্সবাজারের বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৮টি মামলা রয়েছে।
আজকের বাজার/একেএ