চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন রেলওয়ে ক্যান্টিন গেইট এলাকায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী।
বুধবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব।
নিহতরা হলেন- খুলনার মুরালগঞ্জের মো. জাকির হোসেন (৩১) ও মো. ডালিম শেখ (৩২)। তবে একজনের পরিচয় জানানো হয়নি।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমানের ভাষ্য, প্রাইভেটকারে মাদক পাচারের খবর পেয়ে র্যাবের একটি টহল টিম খুলশী এলাকায় অভিযানে যায়। সেখানে একটি প্রাইভেটকার থামার সংকেত দিলে কারটি পালানোর চেষ্ট করে। র্যাব সদস্যরা কারটি ধাওয়া করলে এসময় র্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। র্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে প্রাইভেটকারের পাশ থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল থেকে ১২০ কেজি গাঁজা, ২টি অস্ত্র উদ্ধার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আজকের বাজার/এমএইচ