চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকার বস্তিতে আগুন লেগে আহাতুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি অগ্নিদ্বগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন।
রোববার (১২ আগস্ট) সকাল ১০টায় চান্দগাঁও আবাসিকের বি-ব্লকের ৭ নম্বর সড়কের সন্নিকটে শমসের পাড়ার ওই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবক মানসিক ভারসাম্যহীন এবং বস্তিঘরে বাঁধাবস্থায় ছিলেন বলে এলাকাবাসী জানায়।
ফায়ার সার্ভিসের বিভাগীয় উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, চাঁদগাওয়ে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, কালুরঘাট স্টেশনের আটটি গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বেশ কয়েকটি বস্তিঘর পুড়ে গেছে।
আগুন নেভানোর পর একটি ঘরে বাঁধা অবস্থায় মানসিক ভারসাম্যহীন এক যুবকের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এলাকাবাসী জানায়, এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন।
আজকের বাজার/এমএইচ