চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন।
বৃহস্পতিবার সকাল ৮টায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মোহাম্মদ জামাল (৪০)। তাৎক্ষণিক নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
আহত চারজন মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত নারী ও আহতরা সবাই একই পরিবারের সদস্য।
আজকের বাজার/এমএইচ