চট্টগ্রামে বাসচাপায় ৫ জনের প্রাণহানি ঘটেছে। ১৯ আগস্ট শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কর্ণফুলী শাহ আমানত তৃতীয় সেতুর টোল প্লাজায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে একটি বাস এসে চাপা দিলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অটোরিকশার চালক এবং ছাড়া সবাই একই পরিবারের।
নিহত ব্যক্তিরা হলেন মো. সোহেল (৩৫), তাঁর স্ত্রী বৃষ্টি আক্তার (৩০), দুই শিশু সন্তান সাবরিন (৫) ও সাবরুন (৩) এবং অটোরিকশার চালক সুরুজ মিয়া (৫০)। নিহত সোহেল নগরের কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী-সন্তানসহ রাতে শহরের আলকরণ এলাকার শ্বশুর বাড়ি থেকে ফিরছিলেন।
সিএনজিচালিত অটোরিকশাটি টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানোর সময় পেছন থেকে একটি বাস এসে অটোরিকশাটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলে নিহত হয়। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। ঘাতক বাসটিকে জব্দ করা হলেও বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
আজকের বাজার: এমএম/ ২০ আগস্ট ২০১৭