চট্টগ্রামের পটিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রোববার সকাল ৮টার দিকে পটিয়ার ভাইয়ের দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে দ্রুতগামী সৌদিয়া পরিবহন বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা ওই মাইক্রোবাসটি থেকে ৫/৬ জনকে প্রায় মৃত অবস্থায় উদ্ধার করে।
তবে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মিজান চারজন নিহত হয়েছেন নিশ্চিত করলেও তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি।
তিনি বলেন, দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৫/৬ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আজকের বাজার/এমএইচ