চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৯৭ জন। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৭ দশমিক ১৬ শতাংশ। মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ১৩টি ল্যাবে এক হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৫৯ জন নগরীর ও ৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৭৩ হাজার ১৮২ জন ও উপজেলা পর্যায়ে ২৭ হাজার ৭৮০ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৬২ জন। মারা গেছেন এক হাজার ২৭৬ জন। তাদের মধ্যে নগরীর ৭০৪ জন ও উপজেলার ৫৭২ জন রয়েছেন। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান