নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে জিইসি মোড়, গরিবুল্লাহ শাহ মাজার, ওয়াসা এলাকায় কয়েকশ শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে মিছিল করে রাস্তায় নেমে আসেন।
এসময় তারা বেশ কিছু অটোরিকশা, বাসের লাইসেন্স দেখতে গেলে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন।
এতে সড়কে গাড়ি চলাচল একেবারেই কমে যায়। অনেক গাড়ি আগের মোড়ে ঘুরিয়ে গলিপথে গন্তব্যে যেতে দেখা যায়। বিপুলসংখ্যক পুলিশ ছাত্রদের বুঝিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বলেন, আমাদের দাবি নিরাপদ সড়ক। আর কোনো মায়ের বুক খালি হোক তা আমরা চাই না। যদি চালকের লাইসেন্স না থাকে, গাড়ির ডকুমেন্ট ঠিক না থাকে, ফিটনেস না থাকে, তবে দুর্ঘটনা ঘটতেই থাকবে।
আজকের বাজার/একেএ