প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট সাময়িক স্থগিত করেছে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল মালিকরা।
সোমবার (৯ জুলাই) সকালে প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয় তারা।
এর আগে র্যাবের ভ্রাম্যমাণ আদালত রোববার চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে অভিযান চালায়। বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় বেসরকারি হাসপাতাল মালিকরা। এতে বিপাকে পড়ে রোগী ও স্বজনরা।
সরকারি হাসপাতালে বাড়তে থাকে রোগীর চাপ। রোগী ও স্বজনদের চরম ভোগান্তির কথা ভেবে আজ সোমবার সকালে চট্টগ্রামের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির সঙ্গে বৈঠকে বসে প্রশাসন।
রাসেল/