চট্টগ্রামের চন্দনাইশে ব্রিজের র্যালিং ভেঙ্গে মালবাহী ট্রাক খালে পড়ে গেছে।
মঙ্গলবার (৩ জুলাই) দিবাগত রাত সাড়ে এগারটার দিকে উপজেলার বরুমতি এলাকায় এ ঘটনা ঘটে।
ভারী বর্ষণে চন্দনাইশ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত বরুমতি খালটি উত্তাল ছিল। রাত সাড়ে এগারটার দিকে ৪-৫ লাখ টাকা মূল্যের আচার নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের র্যালিং ভেঙ্গে খালে পড়ে যায়। চালক ও হেলপার অক্ষত থাকলেও ৪-৫ লাখ টাকার আচার পানিতে ভেসে গেছে।
বরুমতি খালের তীরবর্তী বাসিন্দা কালু মিয়া জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এই গুরত্বপূর্ণ বরুমতি ব্রিজটি দীর্ঘদিনের পুরাতন। ব্রিজের তলদেশ থেকে প্রতিনিয়ত বালু উত্তোলন করায় ব্রিজটি নড়বড়ে হয়ে পড়েছে। এ ছাড়া ব্রিজের র্যালিং তেমন মজবুত ছিল না।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ