চট্টগ্রামে ভবন থেকে পড়ে ব্যবসায়ী ও বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে এক ব্যবসায়ী ও বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান।

বৃহস্পতিবার (২৪ মে) সকাল ৮ থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নায়েক আমির হোসাইন বলেন, ‘নগরীর ডবলমুরিং থানার বার কোয়াটার লেকভিউ হাউজিং সোসাইটির নিজ বাসার ছাদ থেকে পড়ে সাহাব উদ্দিন (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পাঁচতলা ভবনের নিচতলায় বসবাস করে আসছিলেন। সকালে বাসার ছাদে উঠলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বেলাল (২২) নামে এক যুবক মারা গেছেন। গণেশ বাবু নামে এক ব্যক্তির ভবনের তিন তলায় এসির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলালের মৃত্যু হয়।’

নিহতরা হলেন ডবলমুরিং থানার লেকবিউ হাউজিং সোসাইটির বাসিন্দা ব্যবসায়ী সাহাব উদ্দিন (৫২) ও নগরের বাকলিয়ায় মিয়া সওয়াদনগরের ভাড়াটিয়া বেলাল (২২)। বেলালের বাড়ি বাঁশখালী উপজেলায়।

আজকের বাজার/আরআইএস