চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মে) রাতে নগরীর মাদকের হাট বলে পরিচিত বরিশাল কলোনিতে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের এক জনের বয়স আনুমানিক বয়স ৫০ বছর, অপর জনের বয়স ৩৫ বছর।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া র্যাবের একটি দল বরিশাল কলোনিতে অভিযানে যায়। সেখানেই বন্দুকযুদ্ধের ঘঠনা ঘটে। এবং ২জন নিহত হয়।
অভিযান চালানো ওই দলটিতে ছিলেন র্যাবের কর্মকর্তা লেফটন্যান্ট কমান্ডার আশেকুর রহমান। তিনি দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘বরিশাল কলোনি এলাকাটিতে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছিল। র্যাবের একটি টহল দল সেখানে গেলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।’
তিনি বলেন, গোলাগুলি থামার পর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়। পরে দেখা যায়, তারা দুজনই মারা গেছেন।
স্থানীয়দের ভাষ্য মতে, বরিশাল কলোনিটিতে ওই এলাকার মাদকসেবীরা নিয়মিত আখড়া বসাত।
রাসেল/