চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় মালবাহী ট্রলি খাদে পড়ে দুজন নিহত হয়েছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন-কক্সবাজার জেলার চকরিয়া উত্তর হারবাং কোরবানিয়া ঘোনা এলাকার সুলতান আহমদের ছেলে আবদুল হাকিম (৪৮) ও একই এলাকার মুহাম্মদ ইসমাঈল (৪০)।
দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরাফাত জানান, রাতে লোহাগাড়ার আমিরাবাদ বাজার হতে একটি ট্রলি মালামাল নিয়ে আজিজনগরের উদ্দেশে রওনা দেন। এটি চুনতি বনপুকুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত দুজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও একজন মারা যায়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান