বহু দিন পর। গুণে গুণে ২৭ মাস পর। অবশেষে প্রিয় ভেন্যু চট্টগ্রামে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন মিস্টার ওয়াল খ্যাত মুমিনুল হক।সেঞ্চুরি করলেন ৯৬ বলে। ঠিক ওয়ানডে স্টাইলে। অনেক দিন পর, অনেক ঘটনার পর সেঞ্চুরি। তাই উৎযাপনটাও অন্যরকম করলেন মুমিনুল।
অনেক দিন ধরেই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে বাদও পড়তে হয়েছিল তাকে। এক সময় টানা ব্যাট হাসতো তার। কিন্তু হঠাৎ তার ব্যাটে রান খরা। চট্টগ্রাম টেস্টের আগে ১১ ইনিংসের মধ্যে মাত্র হাফসেঞ্চুরি করেছেন একটি। এক সময় ৫০ এর উপরে গড় থাকা মুমিনুলের গড় নেমে যায় ৫০ এর অনেক নিচে। তবে এরই মাঝে গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানের লড়াকু এক ইনিংস এসেছে তার ব্যাট থেকে।
চট্টগ্রামে আরো সাবলীল তিনি। ব্যাটে সেই শিল্প। মাটি কাঁমড়ানো শট। মুমিনুল হক সম্ভবত বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যান।চমৎকার ফুটওয়ার্ক, দ্রুত শট সিলেকশনের অসাধারণ ক্ষমতা, লড়াকু মনোভাব, ধৈর্য-অনেক গুণই ব্যাটসম্যান মুমিনুলের মধ্যে। আর এসব গুণ মুমিনুলকে দেশ সেরা টেস্ট ব্যাটসম্যান বানিয়ে দিয়েছে।
এ প্রতিবেদন লেখার সময় প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৫৩ ওভারে ২ উইকেটে ২৪৪।
২ উইকেটে ১২০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। ভালোই খেলছিলেন ওপেনার ইমরুল কায়েস। তামিমের সঙ্গে ৭২ এবং এরপর মুমিনুলের সঙ্গে ৪২ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৪০ রান করে আউট হন ইমরুল। সকাল সেশন ৩০ ওভারের। কিন্তু ২৭.৪ ওভারে লাঞ্চ বিরতি দিয়ে দেন দুই আম্পায়ার। ২৭ ওভারের চতুর্থ বলে ইমরুল ফিরে যাওয়ায় একটু আগেই লাঞ্চ বিরতি দিয়ে দেন আম্পায়াররা।
তামিম- ইমরুলে ভালো শুরু হয় সকালে। ওয়ানডে স্টাইলে খেলছিলেন তামিম।৪৬ বলে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের ২৫ তম হাফ-সেঞ্চুরি। কিন্তু এর পরপরই আউট হয়ে যান তামিম। ৫৩ বলে ৫২ রান করে পেরারার বোলে বোল্ড হন তিনি।
এর আগে সকালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্রগ্রাম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
আজকের বাজার:এলকে/ ৩১ জানুয়ারি ২০১৮