চট্টগ্রাম মহানগরীর রাস্তায় চলাচলকারী মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোন আরোহী নেয়া যাবে না।
আগামীকাল ৩০ জুন থেকে এই সিদ্ধান্ত থেকে কার্যকর হবে। বন্দর নগরীর জনসাধারণের মাঝে করোনা ভাইরাসের বিস্তার রোধে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে সিএমপি।
সিএমপি সূএ জানায়, করোনা ভাইরাস সংক্রমণের ঢেউ মোকাবেলায় ইতোমধ্যে সরকারিভাবে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। এরূপ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহারে একাধিক আরোহী নিয়ে চলাচলে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। পাশাপাশি বিভিন্ন রাইড শেয়ারিং এ্যাপসের মাধ্যমে চলাচলে একই হেলমেট একাধিক ব্যক্তি ব্যবহার করে থাকেন, যা করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি করছে।
নগরীর জনসাধারণকে এমতাবস্থায় মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে সিএমপি অনুরোধ জানিয়েছে।