ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় বুধবার শিপ ব্রেকিং ইয়ার্ডের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মো. কামরুল হাসান (২৮) বরিশাল জেলার ভাউখালী থানার রাজাপুর গ্রামের মো. মহসিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালবেগ শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে ব্যবসায়িক কাজ সেরে মোটরসাইকেলযোগে মহাসড়কে ওঠার সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান কামরুলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, দুপুর ১২টার দিকে লালবেগ এলাকায় মো. কামরুল হাসান নামে শিপ ব্রেকিং ইয়ার্ডের একজন ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান