চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে এলাকায় একটি ম্যানহোলে মো. মোশাররফ হোসেন নামের ১৩ বছরের এক শিশু পড়ে যায়। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
মঙ্গলবার (০৩ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে আগ্রাবাদ শেখ মুজিবুর রোডের আইয়ুব ট্রেড সেন্টারের কাছে একটি ম্যানহোলে আট বছর বয়সী ওই শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বেলা সোয়া ২টার দিকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বন্দর থানার ওসি ময়নুল ইসলাম ডটকমকে বলেন, শিশুটির পরিচয় তারা জানতে পারেননি।
আজকের বাজার/এমএইচ