চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত ২

চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজান উপজেলার পাহাড়তলীতে মঙ্গলবার যাত্রীবহী বাস উল্টে রাস্তার পাশে পড়ে গেলে দুইজন নিহত হয়েছেন।

এঘটনায় চুয়েটের ছাত্র-শিক্ষকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার শিলক এলাকার বাসিন্দ জাহানারা বেগম (৫৫) ও বাসের সহকারী ইমাম হোসেন (৪৫)।

রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, চট্টগ্রাম নগরী থেকে চন্দ্রঘোনাগামী বাসটি বেলা পৌনে ১১টার দিকে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহড়তলীতে খাদে পড়ে উল্টে যায়। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত যাত্রীদের মধ্যে চুয়েটের মেকানিকেল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাদিয়া মাহজাবীন রয়েছেন।

চুয়েটের তথ্য অধিকার কর্মকর্তা ফজলুর রহমান জানান, আহত দুই শিক্ষক প্রাথমিক চিকিৎসার পর বিপদমুক্ত আছেন।

আজকের বাজার/এমএইচ