চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে মো. হারুন (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার, ২৪ মার্চ মধ্যরাতে পূর্ব ভুজপুর মীরেরখীল বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
ভুজপুর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে স্থানীয় একটি ছোট ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কি কারণে হারুনকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মো. হোসেন জানান, হারুন বাড়ির পাশের একটি জমিনে মাটি কাটানোর কাজ করাচ্ছিল। রাতে কে বা কারা তাকে খুন করে লাশ পানিতে ফেলে চলে যায়।
৩ সন্তানের জনক হারুন স্থানীয় মীরেরখীল এলাকার মৃত হোসেন আহমদের ছেলে। তিনি ভুজপুর ইউনিয়ন যুবলীগকর্মী বলে জানা গেছে।