চট্টগ্রামে লেখিকা-সমাজকর্মীকে কুপিয়ে জখম

চট্টগ্রামে সাদিয়া বিনতে শাহজাহান নামের এক লেখিকা ও সমাজর্মীকে কুপিয়েছে গুরুতরআহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ জুন) চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় তার ওপর হামলা চালানো হয়। তবে আশেপাশে জনসমাগম থাকায় তিনি প্রাণে বেঁচে যান।

স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যান। তার মাথায়, হাটুতে এবং হাতে আঘাত করা হয়।

হামলার শিকার সাদিয়া জানান, গত ১৩ জুন ‘দৈনিক ভোরের আলো’ পত্রিকায় শ্রমক্ষেত্রে নারীদের অবমূল্যায়ন এবং মজুরি কম বিষয়ক তার লেখা কলাম ছাপা হয়। এরপর থেকে সাদিয়ার কাছে বিভিন্ন ফোন আসে এবং তাকে হুমকি দেওয়া হয়। এমনকি তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হয় বলে জানা গেছে।

আরএম/