চট্টগ্রামে শাকিব-বুবলি

নায়ক শাকিব খান ও বুবলি জুটির ছবি ‘সুপার হিরো’। অস্ট্রেলিয়ার সিডনিতে ছবিটির প্রথম দফায় শুটিং শেষ হয়। বিরতির পর আবারো দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। তবে, এবার অস্ট্রেলিয়ায় নয়, চট্টগ্রামে ক্যামেরার সামনে হাজির হবেন শাকিব ও বুবলি।

আশিকুর রহমানের পরিচালনায় আজ থেকে এর শুটিং শুরু হয়েছে। বুবলি আজ থেকে শুটিংয়ে অংশ নিলেও ছবির নায়ক শাকিব খান থাকছেন কাল থেকে।

জানা গেছে, চট্টগ্রামের গহিরা পার্ক বিচের দুর্গম এলাকায় ‘সুপার হিরো’র শুটিং হচ্ছে। ওখানে অকার্যকর হয়ে পড়ে থাকা ১৬তলা একটা জাহাজে শুটিং চলছে। সিডনির সঙ্গে সামঞ্জস্য রেখে শুটিংয়ের স্থান ঠিক করা হয়েছে। ছবিতে আরো অভিনয় করেছেন টাইগার রবি, তারিক আনাম খান, শম্পা রেজা প্রমুখ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

শাকিব-বুবলি জুটি হিসেবে এরইমধ্যে দর্শকের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছেন। তাদের অভিনীত ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’ দর্শকের মাঝে সাড়া জাগিয়েছে।

বর্তমানে এ জুটির ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংও চলছে।

এস/