চট্টগ্রামে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসন করার জন্য একটি প্রকল্পের সারসংক্ষেপ তৈরি করছে গণপূর্ত বিভাগ।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় নগরীর আগ্রাবাদ বহুতল কলোনির পুরাতন ও জরাজীর্ণ ভবনগুলো ভাঙা হবে। এসব ভবন ভেঙে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে গণপূর্ত বিভাগ। এতে সরকারি চাকরিজীবী কর্মকর্তা-কর্মচারীদের ৬৮৪ পরিবারের আবাসন সুবিধা নিশ্চিত হবে। ভবন নির্মাণে ব্যয় হবে ৪৯০ কোটি টাকা।
এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের আমলে চট্টগ্রামে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসন করার জন্য প্রকল্পটি নেওয়া হয়।
আজকের বাজার: সালি / ৩০ জানুয়ারি ২০১৮