চট্টগ্রাম বিআইটিআইডিতে ও চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে করোনা পরীক্ষায় সাবেক এক সেনা সদস্যসহ চারজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ এসেছে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে দুটি ল্যাবে করোনা পরীক্ষায় মোট ৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিআইটিআইডিতে চারজন শনাক্ত হলেও তিনজন নতুন এবং একজন পুরাতন।
তারা হলেন- লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়নের এক ব্যাক্তি (৫১)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট (৫৫) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। অন্যজন নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল আমান আলী রোডের এক নারীর(৩৪)।
রাতে তার বাড়ী লকডাউন করতে গিয়ে পুলিশ ওই নারীকে খুঁজে পায়নি বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।
এছাড়া দ্বিতীয়বারের পরীক্ষায়ও নমুনা পজিটিভ আসা রোগী উত্তর কাট্টলীর ২৬ বছর বয়সী এক নারী।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি তে ১০১ টি নমুনা পরীক্ষায় একজনের পজিটিভ এসেছে। তিনি নোয়াখালীর বাসিন্দা বলে জানা গেছে।