চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুলছাত্র হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, আবদুস সালাম বেলাল, বিজয় ভট্টাচার্য্য ও রাজীব প্রকাশ রাজু। এছাড়া, খালাস দেয়া হয় রেজাউল নামে একজনকে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৩ই আগস্ট রাঙ্গুনিয়া থেকে অষ্টম শ্রেণির ছাত্র আজমকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। আজমের পরিবার মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যা করে মরদেহ মাটির নিচে পুতে রাখে তারা। ১৫ দিন পর আসামি বিজয়ের বাড়ির মাটির নিচ থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
আজকের বাজার/আরজেড