চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট এলাকা থেকে বৃহস্পতিবার স্বর্ণের বারসহ রনজিত আচার্য্য (৫২) নামে এক ‘ভারতীয় নাগরিককে’ আটক করেছে পুলিশ।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সিটি গেট এলাকার কাছে পুলিশ চেকপোস্ট পার হওয়ার সময় রঞ্জিতকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে সাড়ে নয় লাখ টাকার মূল্যের দুটি স্বর্ণের বার, একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার রুপি ও তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক এই ভারতীয় নাগরিক দীর্ঘদিন থেকে স্বর্ণ পাচারের সাথে জড়িত ছিল। সে নিয়মিতভাবে বাংলাদেশ হতে অবৈধ স্বর্ণের বার চোরাচালানের মাধ্যমে ভারতে নিয়ে অবৈধভাবে ব্যবসা করছে। এর আগে সে বেশ কয়েকবার অবৈধভাবে স্বর্ণের বার বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়।
এ বিষয়ে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সূত্র – ইউএনবি