চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায়  নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী ও লোহাগাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। বারআউলিয়া কলেজ গেট ও চরম্বা রাজঘাটা এলাকায় মঙ্গলবার (২৯ মে) দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, লোহাগাড়া চরম্বা রাজঘাটা এলাকার শফিকুল ইসলাম (১৯) ও সাতকানিয়া বাজেলিয়া পুরানগর এলাকার মাখন আলীর ছেলে রফিক আহমদ (৭০)।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মো. মিজানুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (২৮মে) ‘চরম্বা রাজঘাটা এলাকায় সকাল ৬টার দিকে একটি দ্রুতগামী ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা  দেয়। এ ঘটনায় সিএনজি যাত্রী শফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ওই স্থান ত্যাগ করে।’

ওসি জানান, মঙ্গলবার (২৮মে) ‘সকাল ৭টার দিকে বারআউলিয়া কলেজ গেইট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে রফিক আহমদ নামের এক পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছেন।’

ওসি মো. মিজানুর রহমান আরও জানান,  দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিমেন্ট বোঝাই ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে গেছে ।

আজকের বাজার/লাবনী/