চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার কড়িয়ার দীঘিরপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুলাই) রাতে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ফাহিমা আক্তার (০৩)। নিহত ফাহিমা উপজেলার মেখল ইউনিয়নের জাফর তালুকদার বাড়ির মো. সালাউদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার দিকে হাটহাজারী পৌরসভার কড়িয়ার দীঘিরপাড় এলাকা দিয়ে অটোরিকশায় মায়ের কোলে বসে হাটহাজারীর দিকে যাচ্ছিল শিশু ফাহিমা আক্তার।
অসাবধানতার কারণে হঠাৎ মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায় ফাহিমা। এ সময় রিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফাহিমার মৃত্যু হয়। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আমির হোসেন জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি গাড়ি করে যাওয়ার সময় মায়ের কোল থেকে একটি শিশু মহাসড়কে পড়ে যায়।
এসময় বিপরীত দিকে থেকে আসা বাসচাপায় ওই শিশুর মৃত্যু হয়।
আজকের বাজার/একেএ