চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশা চালকসহ দুইজন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলার কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার শান্তির হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ২ নম্বর ওয়ার্ডের নেছার আহমদের ছেলে আবদুল আজিজ (৫০) ও তার শিশু কন্যা আফিফা (৩)।
আহতরা হলেন- নিহত আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও সিএনজি অটোরিকশাচালক কাঞ্চন দাশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, সকালে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ও জিপের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন । পরে তাদের সকাল ১১টার দিকে হাসপাতালে আনার পর বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ