চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাটে শনিবার সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (ডিডি) সাইফুজ্জামান মিন্টু (৫০) এবং তার দুই মেয়ে তাসরিন(১৩)ও তাসপিয়া(১৪)।
অপরদিকে, একই দুর্ঘটনায় আহত হয়ে স্ত্রী কনিকা বেগম(৩৫)ও ছেলে মন্টি(৭)চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক)হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক জানান, বান্দরবান থেকে ঢাকায় ফেরার পথে সকালে উপজেলার বাংলাবাজার বাইপাস সড়কে একটি লরি প্রবেশ করার সময় দুটি কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একটি কারে থাকা তাসরিন ও তাসপিয়া ঘটনাস্থলেই মারা যায়। আর তাদের বাবা সাইফুজ্জামান চমেক হাসপাতালে নেয়ার পর মারা যান।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাউসার জানান, চালকসহ লরিটি জব্দ করা হয়েছে। আর ব্যক্তিগত গাড়ি দুটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম সড়ক দুর্ঘটনা চট্টগ্রাম-দুর্ঘটনা বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান