জেলার সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় বৃহস্পতিবার বাইসাইকেল আরোহী নৌ বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
নিহত মো. লেদু মিয়া (৫০) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ফলসিয়া গ্রামের আব্দুল গনির ছেলে। তিনি বাংলাদেশ নৌ বাহিনীর মাদামবিবির হাটে (বানৌজা) সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, সকাল ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ সালেহ কার্পেট এলাকায় আবুল খায়ের স্টিল মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাইসাইকেল নিয়ে অফিসে যাওয়ার পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-০১০১) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ড্রাইভারকে আটক করা এবং ট্রাক থানায় নিয়ে আসা হয়েছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর একই এলাকায় ট্রেনের ধাক্কায় মো. মাসুদ রানা (২৪) নামে অপর এক নৌ বাহিনীর লেন্স নায়েক নিহত হন।