চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে মাসুদ রানা হত্যাকাণ্ডের মূল আসামি রুবেল কান্তি দাশ ওরফে রুবেলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রুবেল সীতাকুণ্ড থানাধীন শীতলপুর জেলে পাড়ার মৃত প্রদীপ কান্তি দাশের ছেলে।
বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানাধীন শীতলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে সিএনজিতে করে রানা এন্টারপ্রাইজে ডাকাতি করতে যায় রুবেল ও তার সঙ্গীরা। ডাকাতির সময় নিহত মাসুদ রানা ডাকাত-ডাকাত বলে চিৎকার করে তাকে ধরে ফেলেন। তখন রুবেল নিজের কাছে থাকা ছোরা দিয়ে মাসুদ রানাকে এলোপাথারি আঘাত করে। এতে মাসুদের মৃত্যু হয়।
আজকের বাজার/একেএ/