চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলমসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ।
হিযবুতের আঞ্চলিক প্রধান এরশাদ চট্টগ্রাম নগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক।
আটককৃত অন্যান্যরা হলেন, আফজাল হোসেন আতিক (৩৫), আজিমুদ্দিন (৩১), আব্দুল¬াহ আল মাহফুজ (৩০), নাসিরুদ্দিন চৌধুরী (২৯), লোকমান গণি (২৯), নাজমুল হুদা (২৭), মোহাম্মাদ করিম (২৭), ইমতিয়াজ ইসমাইল (২৫), মো. আজিমুল হুদা (২৪), আব্দুল¬াহ আলমুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), মো. সম্রাট (২২) ও ওয়ালিদ ইবনে নাজিম (১৮)।
অভিযানে ১৩ জনকে চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় বৈঠকরত অবস্থায় এবং ২ জনকে বায়েজিদ থানা এলাকার বাসা থেকে আটক করা হয়।
অতিরিক্ত উপকমিশনার (এডিসি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানান, আটককৃতদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।