চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

১০ হাজার ৫০ পিস ইয়াবাসহ চট্টগ্রাম থেকে তিন জনকে আটক করেছে র‍্যাব। সোমবার (২৩ জু্লাই) সকালে রেলস্টেশন এলাকা অবিযান চালিয়ে ‘দি নিউ মদিনা হোটেল’ থেকে তাদের আটক করা হয়।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, শামসুন্নাহার (৪১), শামসুন্নাহার (৩৭) ও ফয়েজি মাওলা (২৩)।

মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রি করার সময় অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএম/