চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টি আসনের জন্য নির্বাচনের ব্যালট পেপার এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর সকালে ঢাকা থেকে এসব ব্যালট চট্টগ্রামে এসে পৌঁছে বলে জানান চট্টগ্রামের নির্বাচনী কর্মকর্তারা।
তবে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ব্যালট পেপার আজ আসেনি। প্রার্থী নিয়ে জটিলতার কারণে একদিন বিলম্বে শুক্রবার এ আসনের ব্যালট আসবে বলে জানা গেছে।
এছাড়া চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট হওয়ায় সেখানে কাগজের ব্যালট ব্যবহার করা হবে না।
নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে ১৪ আসনের জন্য আনা ব্যালট পেপার রাখা হয়েছে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘দুটি আসন বাদে বাকী ১৪টি আসনের ব্যালট পেপার এসেছে। ১টি আসনের ব্যালট শুক্রবার আসবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ