চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ৫নং ওয়ার্ডে ২ উপজাতি কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত আদিবাসী পল্লী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত কিশোরী শুকলতি ত্রিপুরা ও ছবি রানী ত্রিপুরা ৫নং ওয়ার্ডের মধ্যম মহাদেবপুর গ্রামের বাসিন্দা। শুকলতি ত্রিপুরা এবং ছবি রানী ত্রিপুরা দুই বান্ধবী। শুকলতির বাসা থেকে দুই বান্ধবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
শুকলতি ত্রিপুরার মা স্মৃতি কণা ত্রিপুরা জানান, সকালে জুম চাষ করতে তারা স্বামী-স্ত্রী পাহাড়ে যান। বিকালে এসে মেয়ে দুটির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘাতকরা মেয়ে দুটির মুখে বিষ ঢেলে দেয়। আবুল হোসেন নামে এক বখাটে তাদের ডিস্টার্ব করত বলে তিনি জানান।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।
মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে প্রেরণ করেছে পুলিশ।
আজকের বাজার/একেএ