চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২ জন করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার দশমিক ২৮ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর বারো ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ৭১৯ জনের নমুনা পরীক্ষা করে ২ জন করোনা শনাক্ত হয়। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৯৯ জনে। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৭২ জন ও গ্রামের ৩৪ হাজার ৫২৮ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহর ও গ্রামের কেউ মারা যাননি। মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।