চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৩৬০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ জুন) আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নস্থ পাক্কা মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মোঃ সাইফুল ইসলাম(৩০)। সাইফুলের বাড়ি বরিশাল জেলাধীন বাবুগঞ্জ থানার কোলাং কাঠি গ্রামে। সে ওই গ্রামের হাজ্বী আজহার উদ্দিন হাওলাদারে ছেলে।
জানা যায়, বুধবার আড়াইটায় বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনাইছড়ি ইউনিয়নস্থ পাক্কা মসজিদ এলাকায় চট্টগ্রামমূখী একটি সেইফ লাইন (চট্টঃ মেট্রোঃ ছ-১১-১৫৭৮) ছোট গাড়ি থামিয়ে তল্লাশী চালায়।
তল্লাশীকালে মোঃ সাইফুল ইসলাম(৩০) নামে এক যাত্রীর কাছ থেকে ৩৬০ পিস ইয়াবা পেয়ে তাকে আটক করে পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, তার বিরুদ্ধে মামলা করে তাকে জেল হাজতে চালান দেওয়া হবে।