চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারের খোঁজ মিলেছে।
রবিবার রাত পৌনে ৮টায় জেলার সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় রাস্তার পাশে ব্রীজের নীচে তাকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা কুমিরার একটি ডেকোরেশনের দোকানে রাখে তাকে।
এদিকে, সাংবাদিক গোলাম সারোয়ার সন্ধান পাওয়ার খবরে সিএমপির কোতোয়ালী থানার পুলিশের একটি দল আধাঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌছে সাংবাদিক সারোয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, ‘আমরা সারোয়ারকে চমেক হাসপাতালে নিয়ে আসছি। তিনি খুবই দুর্বল, তাকে আগে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা দরকার। পরে বিস্তারিত জানা যাবে।’
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সকাল ৯টার পর নগরীর ব্যাটারি গলিস্থ বাসা হতে বের হবার পর থেকে নিখোঁজ হন তরুণ সাংবাদিক সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার ও নিউজ সিটিজির সম্পাদক গোলাম সারোয়ার।
এ ব্যাপারে সিএমপির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আজকের সূর্যদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী।