চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্তের পর ৬৫টি পরিবারের পাশাপাশি একটি ডকইয়ার্ড লকডাউন করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রশাসন এ পদক্ষেপ নেয় বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।
তিনি বলেন, কর্ণফুলী থানার চরপাথরঘাটার ইছানগর ডকইয়ার্ডের পাশের একটি বাড়ির ৬৫ বছরের একজন বৃদ্ধার করোনা রোগ ধরা পড়েছে সোমবার রাতে। তাই সেই আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা বাড়িসহ আশপাশের ৬৫ পরিবার, ১টি অটোরিকশার গ্যারেজ ও ১টি ডকইয়ার্ড লকডাউন করা হয়েছে।
এর আগে সোমবার রাতে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি হাসপাতালে নতুন করে চট্টগ্রামের ৯ জনের দেহে করোনা ধরা পড়ে। এর মধ্যে একজন নারীর বাড়ি কর্ণফুলী উপজেলায়।
চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, ‘ কর্ণফুলী থানার আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে নমুনা পাঠানো হয়। সোমবার এই রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।