চট্টগ্রামে ৮ হাজার পিস ইয়াবাসহ ১ জন আটক

চট্টগ্রামের সীতাকুন্ডে ৮ হাজার পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বার আউলিয়া হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১০ মে) সকালে উপজেলার ঘোড়ামারা পাক্কা মসজিদ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃতের নাম মো. হানিফ প্রকাশ হারুন(৫০)। হারুন ফেনী জেলার দাগনভূইয়া থানার কচুয়া মাস্টার বাড়ির মৃত আবু তাহেরের পুত্র।

সীতাকুন্ডের বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো.জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাইছড়ি দক্ষিণ ঘোড়ামারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.আহসান হাবীবের নেতৃত্বে বিশেষ চেক বসিয়ে ঢাকামুখি লেনে একটি স্টার লাইন পরিবহনকে সন্দেহ হলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাস যাত্রী হারুনকে তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজকের বাজার/একেএ