চট্টগ্রামে ৯ জনের প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে ৯ জনের প্রাণহানির ঘঠনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই কমিটির সদস্য ৫জন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে এ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন সগণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল হকের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে একজন পুলিশ কর্মকর্তা, সিভিল সার্জন ছাড়াও জনপ্রতিনিধিকে রাখা হয়েছে। এই কমিটি ৭ দিনের মধ্যেই প্রতিবেদন জমা দেবে।

প্রাথমিকভাবে আয়োজকদের অব্যবস্থাপনা ছিল বলে ধারণা করছেন তারা। এ ছাড়া পুলিশের বরাত দিয়ে হিটস্ট্রোকেই ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

রাসেল/