চট্টগ্রাম বন্দরের এক একর ভূমি উদ্ধার

চট্টগ্রামের নিউমুরিং এলাকায় দীর্ঘদিন অবৈধ দখলে থাকা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক একর ভূমি উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে।

এ সময় অবৈধভাবে নির্মিত ও বসবাসকারীদের ১৫০টি স্থাপনা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানের নেতৃত্ব দেন বন্দরের অথরাইজড অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ।

সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান বন্দরের নিউমুরিং তক্তারপুল এলাকার এম পি বি গেট থেকে শুরু হয়ে নেভি গেট পর্যন্ত চলে।

চট্টগ্রাম বন্দরের অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বন্দরের পরিত্যাক্ত বিশাল জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা তুলে ভোগদখল করে রেখেছিল বিভিন্ন মানুষ। আজকে অভিযান চালিয়ে তা দখলমুক্ত করা হয়েছে।

উদ্ধার অভিযানে বন্দরের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীসহ ২০ জন শ্রমিক ও ১১ জন আনসার সদস্য অংশ নেন।