নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মাতারবাড়িতে সরকার গভীর সমুদ্র বন্দর নির্মাণের সক্ষমতা অর্জন করেছে। এতে চট্টগ্রাম বন্দরের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আহবানে মহান মুক্তিযুদ্ধের সময় এ বন্দরের গুরুত্ব ছিল অপরিসীম, পরবর্তীতে দেশ গঠনেও বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে অন্যান্য সেক্টরের মতো চট্টগ্রাম বন্দরেরও বিস্তৃৃতি লাভ করেছে। এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বেলুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।১৮ টি ইভেন্টে দু’শতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান