চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে: শাহজাহান

চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি বেড়ে যাওয়ায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে মনে করেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

বৃহস্পতিবার (১৭ মে) চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো যুক্ত হওয়া রেল মাউন্টেড গ্র্যান্টি ক্রেন, ৬টি রাবার টায়ার গ্র্যান্টি ক্রেন ও তিনটি লগ হ্যান্ডেলার যন্ত্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান ।

২০২০ সালে পতেঙ্গা ও বে টার্মিনাল অপারেশনে যাবে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি দিন দিন বেড়ে যাওয়ায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এসব যন্ত্রপাতি পূর্ণাঙ্গ অপারেশনে যাওয়ার পর বন্দরের সক্ষমতা তিন থেকে চারগুণ বেড়ে যাবে।

আরজেড/