চট্টগ্রাম বন্দরের সিসিটি দু’নম্বর গেট এলাকায় কন্টেইনার পরিবহনের সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ট্রেইলার হেলপার নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দরের সচিব মো.ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পরিবহন শ্রমিকের নাম মো. ফরহাদ (২৫)। সে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি গ্রামের মো.সেলিমের পুত্র।
ফরহাদ বন্দরের আইসিডি ইয়ার্ডে বার্থ অপারেটিং কোম্পানি এভাররেস্টে কর্মরত ছিল।
ওমর ফারুক জানান, সকালে আইসিডি ইয়ার্ডে এভাররেস্ট বার্থ অপারেটিং কোম্পানির কন্টেইনার পরিবহনের সময় এসি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।